বাম-কংগ্রেস এর সমর্থন, বিধানসভায় CAA বিরোধী বিল পাশ বাংলায়
কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল সারা ভারত। দিকে দিকে জ্বলছে আগুন, প্রতিদিন কোনো না কোনো বিজেপি বিরোধী দল এই আইনের বিরুদ্ধে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কোথাও কোথাও এই আইনের প্রতিবাদের নামে চলছে গুন্ডামি, সরকারি সম্পত্তি ভাঙচুর।
কেন্দ্রের বিজেপি সরকারের নয়া নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলছে অশান্তি। বিজেপি বিরোধী দলগুলি তাদের রাজ্যে এই আইন লাগু হতে দেবে না বলে জানিয়েছে বারবার। এই আইন যাতে দেশে লাগু না হয় তার জন্য বিজেপি বিরোধী রাজ্যগুলি যেগুলি বিজেপির বিরুদ্ধ শাসক দলের ক্ষমতায় রয়েছে তারা এক প্রস্তাব পাশ করে, তারমধ্যে রয়েছে কেরালা, রাজস্থান, পাঞ্জাব এরপর পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন : দেশের সংবিধানকে বাঁচাতে লড়াই করবো, জানালেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন তার রাজ্যে তিনি নাগরিকত্ব আইন লাগু হতে দেবেন না। এই আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শাসকদল সোমবার বিধানসভায় একটি প্রস্তাব পাশ করে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, সিপিএম -কংগ্রেস সহ যেসব দল নাগরিকত্ব আইনের বিরোধী সবাই এক হয়ে BJP-এর এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তার মতে, NRC ও CAA সংবিধান বিরোধী। সংবিধানকে বাঁচাতে মুখ্যমন্ত্রী সকলকে এদিন ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।