Today Trending Newsনিউজপলিটিক্স

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের

Advertisement

গতকাল কলকাতার মিছিল থেকে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে যুক্ত ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। জানালেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী তৃণমূল কংগ্রেসের ডাকা মিছিলের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন এই বিজেপি নেতা। সেখানেই মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের করা বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কৈলাস বলেন, ‘আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়েছেন। সেই জন্যই এমন অসংযত আচরণ করছেন তিনি।’ এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রয়োগ হলে ভোট ব্যাংক হারাবেন মমতা। সেই ভয় থেকেই তাঁর এমন আচরণ বলে মনে করেন বিজয়বর্গীয়। এদিন মুখ্যমন্ত্রীকে চিকিৎসকের সাহায্য নেওয়ার পরামর্শও দেন তিনি।

আরও পড়ুন : ‘আগুন নিয়ে খেলবেন না’, বিজেপিকে সতর্কবার্তা মমতার

বৃহস্পতিবার কলকাতার রাজাবাজার থেকে মল্লিক বাজার পর্যন্ত এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী মিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিক্ষোভরত ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিয়ে এনআরসি ও নাগরিকত্ব আইন এই বিক্ষোভ আন্দোলন বন্ধ না করার পরামর্শ দেন তিনি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ভাবে এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে।’

Related Articles

Back to top button