অবশেষে শহর জুড়ে নামলো শীত। অনেকদিন থেকে বাঙালী অপেক্ষারত ছিল যে শীতের, অবশেষে তার দেখা মিলল শহর জুড়ে। তাপমাত্রা একলাফে তাপমাত্রা কমলো আড়াই ডিগ্রি। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই শীতের আমেজ শহর জুড়ে। হওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে রাজ্যে উত্তর-পশ্চিম শীতল হাওয়া প্রবেশ করায় আগামী দুদিন বজায় থাকবে শীতের আমেজ।
কলকাতায় গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রির কাছাকাছি। এদিন একলাফে তা কমে দাঁড়ায় ১৬ ডিগ্রির আশেপাশে। নভেম্বরের মাঝামাঝি থেকে ভোরে কুয়াশা পড়লেও বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছিল শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ছিল ডিসেম্বরের শুরু থেকেই জমিয়ে পড়বে শীত। মঙ্গলবার সেকথাই মিলে গেলো।
শুধুমাত্র কলকাতাতেই নয়, রাজ্যের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত এরকম ঠাণ্ডা থাকবে এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে রাজ্যজুড়ে জমিয়ে শীত পড়বে। আগামী কয়েকদিন কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকায় শীত পড়ায় আর কোনো বাধা’ই থাকলো না।