কলকাতানিউজরাজ্য

বাড়ছে উদ্বেগ, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত আরও ৫৮ জন

Advertisement

রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৮ জন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩৩৪ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৪ জন। ফলে রাজ্যে মোট করোনাতে সুস্থ হয়ে উঠেছেন ১০৩ জন। তবে কারোর মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১৫-ই আছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের করোনা সংক্রান্ত পরিসংখ্যান দিয়েছেন মুখ্যসচিব।

মুখ্যসচিব আরও বলেছেন, গত একদিনে যে নতুন ৫৮ টি পজিটিভ রিপোর্ট এসেছে তার মধ্যে ২২ জন পরিবারের মধ্যে থেকে আক্রান্ত হয়েছেন আর বাকি ৩৬ জন বিভিন্ন জায়গার। রাজ্যের ন’টি জেলা থেকেও  এখনও কোনো করোনা আক্রান্ত হননি।। এ ছাড়া রাজ্যে মোট ১১টি অরেঞ্জ জোন রয়েছে বলে তিনি জানান। মালদায় ১২০টি করোনা টেস্ট করা হয়েছে, যার সবকটি  রিপোর্ট নেগেটিভ এসেছে। হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলারও বেশ কয়েকটি কনটেনমেন্ট জোন থেকে নতুন করে আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান।

এই মুহূর্তে রাজ্যের ১২ টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে, ৬৬টি হাসপাতালে করোনা চিকিৎসা করা হচ্ছে। করোনা মোকাবিলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরগুলোর সাহায্যে ১ লক্ষ লিটার স্যানিটাইজার তৈরী করা হয়েছে বলে জানান মুখ্যসচিব। এছাড়া করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। মুখ্যসচিব  চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা সারাদিন রাত ধরে করোনা আক্রান্ত রোগীদের সেবা করে যাচ্ছেন। তাই তাদের সুরক্ষার জন্য সর্বদাই নজর রাখছে রাজ্য সরকার।

Related Articles

Back to top button