BREAKING:রাজ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন করে সংক্রমিত ২৩ জন
বাংলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮ জন। নতুন করে ২৩ জনের সংক্রমণ ঘটেছে। মৃতের সংখ্যাও বেড়েছে। রাজ্যে মোট করোনাতে মৃতের সংখ্যা ১২ জন। গত ২৪ ঘন্টায় আরও ২ জনের করোনাতে মৃত্যু ঘটেছে। তবে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭ জন।
রাজ্যে ৪ হাজার ৬৩০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। মোট ৩ হাজার ৮৫৮ জন সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া ২৫ হাজার ২০৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। হাওড়াতে ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৬২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। পূর্ব মেদিনীপুরে ৩০০ জনের করোনা টেস্ট করা হয়েছে। তাদের মধ্যে পজিটিভ ১৮ জন। এছাড়া মুখ্যসচিব জানিয়েছেন রাজ্যে ৬৬ টি করোনা হাসপাতাল রয়েছে। সেখানে ৭ হাজার ৯৬৯ টি বেড রয়েছে।
রাজীব সিনহা বলেছেন,’হুগলি জেলাতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে, করোনা সতর্কতায় সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে মানুষের সহযোগিতা প্রয়োজন’। তিনি বলেছেন যে মানুষের পরিষেবা দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য।