Government Scheme for Men: পুরুষদের জন্য চালু হবে লক্ষীর ভান্ডারের মতো প্রকল্প? কি বললেন মুখ্যমন্ত্রী?
মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের মতো পুরুষদের জন্যও এরকমই একটি প্রকল্প চালু হবে বলে মনে করছেন অনেকে
মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই অন্যতম একটি প্রকল্প হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। কিন্তু এইবারে এই প্রকল্পের আদলে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প আসতে চলেছে বলে মনে করছেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের জনসাধারণের জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন যার ফলে অনেকেই আর্থিক সহায়তা পেয়েছেন। তবে এবারে মনে করা হচ্ছে পুরুষরাও মহিলাদের মত আর্থিক সহায়তা পেতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।
মুখ্যমন্ত্রীর সূচনা করা প্রত্যেকটি সরকারি প্রকল্পের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি। এই প্রকল্প মূলত মহিলাদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে এবং মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে অগ্রগণ ভূমিকা গ্রহণ করে থাকে। লক্ষীর ভান্ডার প্রকল্পের সূচনার সময় জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসিক ৫০০ টাকা করে অনুদান দেওয়া হতো এবং তপশিলি জাতী ও উপজাতিদের মাসিক অনুদান দেওয়া হতো ১০০০ টাকা করে।
পুরুষদের জন্যও লক্ষ্মী ভান্ডার?
লোকসভা নির্বাচনের সময় থেকে এই প্রকল্পের মাসিক অনুদান বৃদ্ধি করা হয়। বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতিমাসে এক হাজার টাকা করে পেয়ে যান এবং তপশিলি জাতি ও উপজাতিদের জন্য মাসিক অনুদানের পরিমাণ ১৫০০ টাকা। এই প্রকল্পের অনুদান রাজ্যের মহিলাদের অনেকটাই আত্মনির্ভরশীল করে তুলেছে। যারা এই অনুদান জমিয়ে ছোট ব্যবসা শুরু করেছেন তারা নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। অনেকে মনে করছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আরো ৫০০ টাকা করে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো সে ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি।
তবে এর পাশাপাশি আরো একটা ব্যাপার নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। সেটা হল, লক্ষীর ভান্ডার প্রকল্পে যেভাবে মহিলাদের মাসিক অনুদান দেওয়া হয়, সেভাবে হয়তো এবার রাজ্যের পুরুষদের জন্যও এরকম কোন একটা প্রকল্প চালু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মহারাষ্ট্রে বিজেপির তরফে ছেলেদের প্রকল্প শুরু করা হয়েছিল এবং এর ফলে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। তাই এবারে অনেক রাজ্য সরকার এই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। লক্ষীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য থাকার কারণে এবারে অনেক পুরুষ দাবি জানাচ্ছেন এরকম অনুদানের। যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন ছাড়পত্র পাওয়া যায়নি। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই সরকারি প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা আসতে পারে।