ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মহিলাদের পর এবার লক্ষ্য যুব, প্রতিমাসে ২৫০০ টাকা, জানুন কারা পাবেন এই সুবিধা

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে এই নতুন প্রকল্প চালু করা হয়েছে সাধারণ মানুষের জন্য

Advertisement

Advertisement

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারের তরফেও পশ্চিমবঙ্গের জন্য চালু করা হয়েছে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন যেগুলো শুধুমাত্র রাজ্যে বা দেশে নয় সারা বিশ্বে আন্তর্জাতিক স্তরের স্বীকৃতি পেয়েছে। এই মুহূর্তে যে সমস্ত প্রকল্প ভারতের সবথেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।

Advertisement

এবারের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক ব্যবধানে বিজয়ের পরে বিরোধীরা অভিযোগ জানিয়েছেন, শুধুমাত্র এই লক্ষীর ভান্ডার এর জন্যই এত ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল এবং এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এবার শুধুমাত্র লক্ষীর ভান্ডার নয়, এটা ছাড়াও আরো কয়েকটি নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে পুরুষদের জন্য চালু করা হয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্প বেকার যুবকদের প্রতি মাসে ভাতা দেওয়ার প্রকল্প, যাতে তারা নিজের উদ্যোগে একটা ব্যবসা তৈরি করতে পারে।

Advertisement

‘যুবশ্রী’ প্রকল্প কী?

পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এমনই একটি জনপ্রিয় প্রকল্প হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসাবে মাসে মাসে ১৫০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন । রাজ্যের কর্মহীন যুবসমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্মদ্যোগী করে গড়ে তুলতে পারে তার জন্যই এই আর্থিক সাহায্য করা হয়।

Advertisement

কারা এই সুবিধা পাবেন?

প্রথমত যদি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হয় তাহলে ওই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ওই ব্যক্তিকে কর্মহীন এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছরের ১ এপ্রিল অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। প্রতি পরিবারের একজন এই প্রকল্পের সুবিধা পাবেন।

প্রয়োজনীয় নথি:

এই প্রকল্পে আবেদন করতে লাগবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন করার পদ্ধতি:

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে যেতে হবে https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে।

এরপর সেখানে গিয়ে ক্লিক করতে হবে জব সিকার অপশনে।

সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশনে।

এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার ৯০ দিনের মধ্যে এসডিও অফিসে আবেদন জমা দিতে হবে।

Recent Posts