ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ration Card: রেশন পাওয়ার জন্য মোবাইল মাস্ট, খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে ব্যাপক বিতর্ক রাজ্যে

আপনি যদি রেশন ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে চান তাহলে আপনার কাছে মোবাইল নম্বর থাকতেই হবে

Advertisement

রেশন পেতে হলে আপনার কাছে অবশ্যই মোবাইল ফোন থাকতে হবে। খাদ্য দপ্তরের পোর্টালে মোবাইল নম্বর যদি নথিভুক্ত না থাকে তাহলে এবার থেকে আর রেশন পাবেন না গ্রাহকরা। ইতিমধ্যেই খাদ্য দপ্তরের তরফে রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কাউকে রেশন দেওয়া হবে না। আর এই সিদ্ধান্ত নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে

প্রশ্ন উঠছে, যদি মোবাইল ফোন না থাকে কোন ব্যক্তির তাহলে কি তিনি রেশনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন? খাদ্য দপ্তর এর আধিকারিকরা অবশ্য যুক্তি দিচ্ছেন, যাতে রেশনের সামগ্রী বেহাত না হয়ে যায় তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে একজনের রেশন কিন্তু অন্য ব্যক্তি তুলতে পারবেন না। অন্য কেউ রেশন সামগ্রী তুললেও আসল গ্রাহকের কাছে চলে যাবে মেসেজ এবং তিনি হয়ে যাবেন সতর্ক। অর্থাৎ রেশন কার্ডের কোন অপব্যবহার হচ্ছে কিনা সেটা সরাসরি জানা যাবে।

খাদ্য দপ্তর এর তথ্য অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে ২ কোটি ৯০ লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে এবং তার মধ্যে ১ কোটি ৩২ লক্ষ পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত ১ কোটি ৫৮ লক্ষ পরিবার এই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে উঠতে পারেননি। এর কারণে কয়েকদিন আগে নির্দেশিকা জারি করেছে খাদ্য দপ্তর এবং সেখানে বলা হয়েছে প্রতি পরিবার থেকে কোন একজন সদস্যের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে পোর্টালে নথিভুক্ত করতে হবে। কেউ যখন রেশন তুলতে যাবেন তখনই তার কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে মেশিনে নথিভুক্ত করবেন ডিলাররা। যদি কারো মোবাইল নম্বর অন্য কোন পরিবারে একবার নথিভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে দ্বিতীয়বার কিন্তু সেই মোবাইল নম্বর আর ব্যবহার করা যাবে না। ডিলাররা নিজেদের মোবাইল নম্বর অথবা পরিবারের কোনো সদস্যের ফোন নম্বর রেশন গ্রাহককে দিতে পারবেন না।

তবে এই নতুন বিজ্ঞপ্তি আসার পরে রীতিমতো চাপে পড়েছেন ডিলাররা। অনেকেই বলছেন এখনো গ্রামের দিকে অনেকের কাছে মোবাইল ফোন নেই এবং সেই কারণে সরকারি আদেশে তাদেরকে রেশন দেওয়া যাচ্ছে না। এর ফলে ব্যাপক ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং মানুষজন রীতিমতো রেশন ডিলারদের উপরে চড়াও হতে শুরু করেছেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু বলছেন, খাদ্য দপ্তর এর এক শ্রেণীর অফিসার এমন কিছু নিয়ম চালু করে ফেলেছেন যা একেবারে অবাস্তব, ফলে সাধারণ মানুষকেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এবং ভোগান্তি হচ্ছে ডিলারদের। আইনে কোথাও বলা নেই রেশন পেতে হলে আপনার কাছে মোবাইল ফোন থাকতে হবে। বরং সুপ্রিম কোর্ট বলছে রেশনের সুবিধা থেকে কিন্তু কাউকে বঞ্চিত করা যায় না।

তবে অন্যদিকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলছেন, “এখন ভারতের সবার হাতেই মোবাইল ফোন রয়েছে। যদি পরিবারের একজনের মোবাইল ফোন লিঙ্ক থাকে তাহলেও রেশন তুলতে পারবেন তারা। মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে একজন অন্যজনের রেশন তুলতে পারবেন না এবং এর ফলে সুবিধা হবে অনেক। রেশম সামগ্রী তোলার সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ চলে যাবে এবং তিনি জানতে পারবেন কতটা সামগ্রী পাচ্ছেন তারা। ফলে ডিলাররা ঠকাতে পারবেন না।”

Related Articles

Back to top button