Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যর্থ কেন্দ্র, এবার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

কলকাতা : দিন দিন বেড়েই চলেছে পেঁয়াজের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরিয়ে কিছুদিন আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে। এবার নিজের সেরা ফর্মের ঈঙ্গিত দিয়ে ছুঁতে চলছে দেড়শোর ঘর। এই অবস্থায় পেঁয়াজের দাম…

Avatar

কলকাতা : দিন দিন বেড়েই চলেছে পেঁয়াজের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরিয়ে কিছুদিন আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে। এবার নিজের সেরা ফর্মের ঈঙ্গিত দিয়ে ছুঁতে চলছে দেড়শোর ঘর। এই অবস্থায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিল রাজ্য সরকার।

স্বল্পমূল্যে মধ্যবিত্তের হেঁশেলে পেঁয়াজ পোঁছে দিতে বিদেশ থেকে আমদানি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, মিশর থেকে প্রায় ৮০০ টন পেঁয়াজ আমদানি করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই আমদানি করা হবে বলে বুধবার সরকারি সূত্রে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিশর থেকে পেঁয়াজ এনে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। টাস্কফোর্সের মাধ্যমে স্বল্পমূল্যে সেই পেঁয়াজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এনএএফইডি সূত্রে জানা গেছে, মুম্বাই বন্দরে আমদানিকৃত পেঁয়াজের দাম হবে ৫৫ টাকা প্রতি কেজি। যা খুব কম দামে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরবরাহ করবে রাজ্য সরকার।

About Author