রাজ্য সরকার করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু এলাকাকে সম্পূর্ণ লকডাউন করার প্রস্তুতি নিচ্ছে। যেই জায়গাগুলিতে বেশি সংক্রমণ হচ্ছে, সেই হটস্পট এলাকাগুলিকে চিহ্নিত করে সিল করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা এই কথা জানিয়েছেন।
মূলত যেই জায়গাগুলিতে সংক্রমণ বেশি হচ্ছে, সেই এলাকাগুলিকেই হটস্পট হিসাবে নির্বাচন করছে রাজ্য সরকার। তবে সেইসব এলাকাগুলিতে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করবে রাজ্য সরকার। ওই এলাকাগুলিতে নিত্যপ্রয়োজনীয় জিনষপত্রহুলী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে. এছাড়া শারীরিক কোনো অসুস্থতা দেখা দিলেও তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়।
যে জায়গাগুলি হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল- দমদম, সল্টলেকের বেশ কিছু এলাকা, আলিপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকা, পূর্ব মেদিনীপুরের এগরা, হলদিয়া ও কালিম্পঙ। এই এলাকাগুলিতে যেই কয়দিন সম্পূর্ণ লকডাউন থাকবে, সেই সময় ওই এলাকাগুলিতে কেউ ঢুকতে বা বেরোতে পারবে না, এলাকা যদি খুব প্রয়োজনে ছাড়তে হয় কিংবা এলাকাতে ঢুকতে হয় তাহলে করতে হবে স্বাস্থ্য পরীক্ষা। এছাড়া ওই এলাকাগুলিতে স্বাস্থ পরীক্ষা ও বাড়ানো হবে বলে জানা গেছে।