‘পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর’- দিলীপ, “গোধরা ভুলে গেলেন?”, পাল্টা জ্যোতিপ্রিয়

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বেশ সরগরম হয়ে উঠছে। প্রত্যেকদিন কেউ না কেউ কিছু না কিছু মন্তব্য করেই চলেছেন। আর সেই মন্তব্যের পাল্টা বিরোধী দলগুলোকে দেখা যাচ্ছে মন্তব্য করতে। সম্প্রতি আবারও একটি বেফাঁস মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সিউড়িতে চা-চক্রে যোগদান করার সময় দিলীপ ঘোষ মন্তব্য করলেন, বাংলা বর্তমানে কাশ্মীর হয়ে গেছে। এখানে জঙ্গি ধরা পড়ছে, বোম উদ্ধার হচ্ছে। রাজ্যে বর্তমানে বোমার কারখানা চলছে রমরমিয়ে। এই মন্তব্য করার পর দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের দ্বিতীয় কাশ্মীর হিসাবে চিহ্নিত করেন।

তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের অনেকে তীব্র প্রতিবাদ করেছেন। তৃণমূলের তরফে কুনাল ঘোষ বলেছেন,”এসব বাধ্য হয়ে বলেছেন দীলিপবাবু।” এই মন্তব্যের জবাব দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন,”ওদের মাথার মধ্যে এনকাউন্টার ঢুকে আছে, তাই এরকম কথাবার্তা বলছে।” এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক গুজরাটের গোধরার ঘটনার কথা উল্লেখ করে দিলিপের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন।

শুধু তৃণমূল নয়, আসরে এবারে নেমেছে সিপিএম ও। সিপিএমের তরফে মহম্মদ সেলিম বলেছেন,”কাশ্মীর আমাদের দেশের অংশ। উনি ভারতের ম্যাপ জানেন না। উনাকে তা জানতে হবে। যেখানে আরএসএস ঢুকে পড়েছে সেখানে ঝামেলা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদের আখড়া হতে দেব না। আরএসএস সবথেকে বড় সন্ত্রাসবাদী।”

অন্যদিকে কংগ্রেসের তরফে প্রদীপ ঘোষ বলেছেন,” অবান্তর কথার কোন মূল্য নেই। কাশ্মীরের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন মিল নেই।”