সারাদেশে এই মুহূর্তে চলছে তুমুল বৃষ্টিপাত। দিল্লি এবং উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ছিটেফোঁটা মাত্র নেই। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার কারণে দক্ষিণবঙ্গ ভিজতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এর পাশাপাশি কালিম্পং এবং কোচবিহারের কিছু এলাকায় রয়েছে কমলা সতর্কতা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার সাথে সাথেই মালদায় রয়েছে হলুদ সতর্কতা। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শুক্রবারের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এরপরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত্যের কারণেই হবে বৃষ্টিপাত।
এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবকিছুই নির্ভর করবে ঘূর্ণাবর্তের গতি প্রকৃতির উপর। রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হতে পারে যা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে খুব শীঘ্রই। এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে এগোলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি এই মুহূর্তে অনেকটা বেশি। পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এর ফলে তিন ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এই পরিস্থিতি নিয়ে এবারে আবহাওয়া দপ্তরের সবথেকে বড় আপডেট দেওয়া হল।