Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাসপাতাল থেকে কখন ছাড়া পাবেন করোনা জয়ী রোগী? নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন

Updated :  Sunday, August 2, 2020 10:52 AM

করোনা সংক্রমণের গ্রাফ ক্রমেই ঊর্দ্ধমুখী। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। আর প্রতিদিনই এই ভাইরাস পুরোনো রেকর্ড ভাঙছে। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনই বাড়ছে মৃতের সংখ্যা ও। তবে আশার কথা এই যে সুস্থতার হার ও বাড়ছে। এবার একজন করোনা আক্রান্তকে কোন নিয়ম মেনে হাসপাতাল থেকে কিংবা সেফ হোম থেকে ছেড়ে দেওয়া হবে, তার জন্য নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন।

নির্দেশিকাতে বলা হয়েছে,

কোনও ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসলে ৭ দিন কাটার পর আরও ৩ দিন ওই করোনা রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে। 

জ্বর বা অন্য কোনও উপসর্গ আছে কিনা তা নজরে রাখতে হবে। 

আর যদি কোনও উপসর্গ না থাকে তবে কোনও পরীক্ষা করার দরকার নেই, চিকিৎসকরা হাসপাতাল বা সেফ হোম থেকে ছেড়ে দিতে পারেন। 

ওই ব্যক্তিকে সুস্থতার সার্টিফিকেট ও দিতে হবে। 

তবে একথা খেয়াল রাখতে হবে ওই ব্যক্তি সুস্থ হবার পরেও সবার সাথে মিশতে দেওয়া যাবে না। তাঁকে আরও ৭ দিন হোম আইসোলেশন থাকতে হবে। 

এই যাবৎ একটি নির্দেশিকা শনিবার পেশ করা হয়েছে স্বাস্থ্যভবনের থেকে।