বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপাতত রাজ্যের সব কন্টেনমেন্ট জোনগুলিতে ৭ দিনের জন্য কড়া লকডাউন চলবে। পরে পরিস্থিতি দেখে বিচার করা হবে। মূলত কন্টেনমেন্ট জোন থেকে সংক্রমণ যাতে আর না ছড়ায় তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিন হুঁশিয়ারির সঙ্গে স্পষ্ট করে বলেছেন, এই সাতদিন প্রয়োজন ছাড়া কন্টেনমেন্টের জোনের লোকেদের বাইরে বেরোতে নিষেধ করেছেন তিনি। সেইসঙ্গে কেউ মাস্ক ছাড়া বাইরে বেরোলেই পুলিশ তাঁকে ধরবে। সাথে সাথেই সেই ব্যক্তিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এর সাথে তিনি এটাও বলেন যে তিনি চাইলে জরিমানা করতে পারেন। কিন্তু লকডাউনে মানুষের আর্থিক অবস্থা ঠিক নেই। এর মধ্যে ২০০০ টাকা জরিমানা করলে ভালো হবে না। তাই যারা মাস্ক পরবেন না। তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এটাও বলেন যে আগে কন্টেনমেন্ট জোনগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছিল। A রেড জোন, B বাফার জোন ও C আইসোলেশন জোন। তবে এবার সেই নিয়ম পাল্টাচ্ছে। এখন থেকে A ও B জোন থেকে কিছু এলাকা নিয়ে ছোট ছোট কনটেইনমেন্ট জোন করা হচ্ছে। রেড জোন ও বাফার জোন মিলিয়ে কনটেইনমেন্ট জোন করা হবে।
মঙ্গলবার সন্ধ্যাবেলাতে কন্টেনমেন্ট জোনগুলির জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ওই এলাকাগুলির সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখতে হবে। লোকের প্রবেশ ও বেরোনোর উপর কড়া নিয়ন্ত্রণ থাকবে। হোম ডেলিভারির মাধ্যমে প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেবে স্থানীয় প্রশাসন। ওই এলাকাগুলির মানুষদের অফিসে হাজিরা না দিলেও চলবে।
এদিকে মুখ্যমন্ত্রী কন্টেনমেন্ট জোনের তালিকা দেখে টিরো অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সেই তালিকা পর্যালোচনা করতে বলেছেন। সংবাদমাধ্যমের প্রচারের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।