করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লো বাংলাতেও, বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন ৭
করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, সেই নিয়ে এখনও কোন সদুত্তর মেলেনি। বিশ্ব জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। হু হু করে বাড়ছে সংক্রমণ। হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে। প্রায় লক্ষাধিক মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টিকারী এই ভাইরাস এবার আতঙ্ক সৃষ্টি করলো পশ্চিমবঙ্গেও।
ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ৭ জন ব্যক্তি ভর্তি রয়েছেন। যাদের মধ্যে একজন বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তি ইন্দোনেশিয়া থেকে ফিরে জ্বরের কবলে পড়লে তাকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কায় প্রত্যেককেই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। কুয়েতের কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে বহু মানুষ নিজেদের ফিট সার্টিফিকেট নিতে ভিড় জমিয়েছেন হাসপাতালে।
আরও পড়ুন : নবান্নে করোনার সংক্রমণ মোকাবিলা নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। করোনা সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য বেশ কিছু চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে আজ নবান্নে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।