Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী ৪৮ ঘণ্টায় ফের আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস

২০১৯-এ অসময়ের বৃষ্টি বেশ ভুগিয়েছে মানুষকে। সেই ভোগান্তির শেষ ২০২০-তে এসেও। নতুন বছরের শুরুতেই ঝাঁপিয়ে আসতে চলেছে বৃষ্টি। শীতের দাপট তেমন দেখা যায়নি এবার। খাপছাড়া ভাবে দু একদিন তাপমাত্রার পারদ…

Avatar

২০১৯-এ অসময়ের বৃষ্টি বেশ ভুগিয়েছে মানুষকে। সেই ভোগান্তির শেষ ২০২০-তে এসেও। নতুন বছরের শুরুতেই ঝাঁপিয়ে আসতে চলেছে বৃষ্টি। শীতের দাপট তেমন দেখা যায়নি এবার। খাপছাড়া ভাবে দু একদিন তাপমাত্রার পারদ নামলেও টানা শীতের আমেজ উপভোগ করার সুযোগ পায়নি বাঙালি। তারই মাঝে বৃষ্টির সম্ভাবনা উস্কে দিয়েছে আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু আশঙ্কার কথায় শোনাচ্ছে। আগামী দু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে। আগামীকাল শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ বিকেল থেকেই দার্জিলিং পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দিলীপই আস্থা গেরুয়া শিবিরে, ফের রাজ্য সভাপতির পদে দিলীপ ঘোষ

কলকাতার তাপমান বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায়। তিনি আরও জানান, তাপমান বাড়ার কারণে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। আগামী দু দিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া ও দুই ২৪ পরগণাতে ঘন কুয়াশা থাকবে জানিয়েছেন তিনি।

EXCLUSIVE OFFER শীতের বস্ত্র কিনতে ক্লিক করুন এখানে (CLICK HERE)

About Author