করোনার জেরে ঘরবন্দী সকলেই, যার ফলে রাস্তাঘাট জনশূন্য। আর অপরদিকে ক্রমশই বাড়ছে তাপমাত্রার প্রকট। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে সকাল থেকেই গরম বেড়েছে।
এরইমধ্যে হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া আরও খবর, দক্ষিণবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদসহ জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি বাড়তে পারে। তবে এদিন বিকেলের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে এই বৃষ্টি নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বইতে পারে।
আগামী বেশ কয়েকদিন উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মনিপুর, ত্রিপুরা, মেঘালয় সহ রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও সিকিমেও বৃষ্টির পরিমান বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।