এবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ৩০-৪০ কিমি বেগে হতে পারে ঝড়। শুক্রবার প্রায় সারাদিনই মেঘলা ছিল আকাশ, যারফলে হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
গত মঙ্গলবার দক্ষিনবঙ্গে কলকাতাসহ ও পার্শ্ববর্তী জেলাগুলিতে যে বৃষ্টি ও ঝড় হয়েছিল তা সরকারি ভাবে কালবৈশাখীর তকমা পায়নি। তবে সন্ধ্যার ওই বৃষ্টিতে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৪৪ কিলোমিটার। তবে হাওয়া অফিস জানিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : কলকাতার তাপমাত্রা বাড়লেই কমতে পারে করোনার প্রভাব, বলছেন চিকিৎসকরা
তবে মার্চের শুরুতে এমন বৃষ্টির ফলে আবহাওয়া ঠান্ডা হলও কপালে চিন্তার ভাজ পড়েছে চাষিদের। বৃষ্টির ফলে অতিরিক্ত জল জমে জমিতেই পচতে শুরু করেছে আলু। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এই বৃষ্টি হতে পারে শনিবার পর্যন্ত। আবার তিন দিন বিরতি দিয়ে ফের ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে চাষের ও চাষির ক্ষতি হতে পারে। যার ফলে বাজারে শাকসবজির দাম আরও চড়া হতে পারে বলে জানা গিয়েছে।