রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, আগামী দু’দিন কেমন থাকবে আকাশ, জানাল হাওয়া অফিস
বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও হয়নি বৃষ্টি। তবে বৃহস্পতিবার দক্ষিনবঙ্গে বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরে। শুক্রবার সকালের আবহাওয়া দেখেও বিস্মিত অনেকে, মেঘলা আকাশ নয়, বরং রোদের চিকচিক রয়েছে আকাশে। তবে এখনো বৃষ্টির আশঙ্কা আছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। শুক্রবার বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। যার রেশ থাকবে শনি ও রবিবার।
বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢোকা জলীয় বাষ্পের সঙ্গে উত্তুরে হাওয়ার সংমিশ্রণে তৈরি হত বৃষ্টির মেঘ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা গিয়েছে ওই বিপরীত ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে তৈরি হয়নি, হয়েছে ওড়িশা উপকূল ঘেঁষে। বৃষ্টির মেঘ সরে যাওয়ার পর আবার নেমে আসবে শীত। বুধবার পর্যন্ত কলকাতায় তাপমাত্রা নামবে ১২ থেকে ১৩ ডিগ্রি। সেই সময়ে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে। আবার একবার শীতে কাঁপবে রাজ্যবাসী। তবে এরপরই দীর্ঘ সময় পর অবশেষে শীত বিদায় নেবে বলেই মনে করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে শীতের এরুপ তীব্রতা বহু বছর পর দেখা গেল। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
আরও পড়ুন : লড়াই শুরু, পুরভোট জিততে বাংলায় বিজেপির ভরসা মুকুল-ই
বৃষ্টির আশঙ্কায় সতর্কতা নেওয়া হচ্ছে কলকাতা বইমেলাতেও। বৃষ্টিতে ভিজে বইগুলোতে যাতে নষ্ট না হয় তাই আগাম সর্তকতা নিচ্ছে স্টলগুলি। আরো একবার বৃষ্টির মেঘ সরে গেলে শীতের কাঁপুনি নেমে আসবে রাজ্যের বুকে, তবে তারপরই শীত বিদায় নেবে এমনটাই আশা করা হচ্ছে।