আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বিকেলে কলকাতা সহ আশেপাশের জেলা গুলিতে ঝড় বৃষ্টি হয়েছে, এবং আগামী পাঁচদিন এই অবস্থা চলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে আগামী পাঁচদিন হতে পারে ঝড় বৃষ্টি।
দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড়বৃষ্টির সাথে সাথেই আগামী পাঁচদিন আকাশ থাকবে মেঘলা সাথে ঝোড়ো হাওয়া। ফলে আবহাওয়া থাকবে ঠান্ডা।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। এর আগে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি কম। বৃষ্টিপাতের কারণে বাতাসে আদ্রর্তার পরিমাণ বেশ খানিকটা বেশি। বৃষ্টির সাথে সাথে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে।