গুমোট গরম থেকে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। আজ কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতা সহ হাওড়া, হুগলী, নদীয়া জেলাতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত তৈরী হবার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাস্প প্রবেশ করার ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঝোড়ো হাওয়া বইবে। সাথে বৃষ্টি ও হতে পারে। ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমান ছিল ৯৪ শতাংশের মধ্যে। গতকাল বৃষ্টি হয়নি।