Today Trending Newsনিউজরাজ্য
রাজ্যে বাড়বে তাপমাত্রা, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বেশ পরিবর্তন, জানাল হাওয়া অফিস
Advertisement
আগামী সোমবার কাশ্মীরে ঢুকবে একটি পশ্চিমী ঝঞ্জা, যার জেরে মঙ্গলবার থেকে রাজ্যে তাপমাত্রার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
রবিবার তাপমাত্রা সামান্য বাড়লেও আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ। গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন : নির্ভয়াকান্ডে দোষীদের নতুন ফাঁসির দিন ঘোষণা, আজ রায় দেবে দিল্লি হাইকোর্ট
রবিবার বৃষ্টি হয়েছে কালিম্পং, সিকিম ও দার্জিলিঙে। তবে উত্তরবঙ্গের বাকি জেলা ও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার থেকে পশ্চিমী ঝঞ্জার প্রবেশের কারনে তাপমাত্রার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।