কালো মেঘে ঢেকেছে আকাশ, যেসব জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি
সোমবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
গত রবিবার থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তুমুল বৃষ্টিতে ভিজেছিল কলকাতা এবং রাজ্যের একাধিক জেলা। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজকেও রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয়পক্ষে জেলাগুলিতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়া অনেকটা শুক্রবার এর আবহাওয়ার মতই হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের জেলা গুলির মধ্যে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদহতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পূর্ব-পশ্চিম অক্ষরেখা তৈরি হবার কারণে পাঞ্জাব থেকে বাংলা উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর দিয়ে যে অক্ষরেখা বিস্তার করেছে। এই নিম্নচাপ অক্ষরেখার কারণেই টানা চার থেকে পাঁচ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে শহর কলকাতায় সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রী সেলসিয়াস।