স্টাফ রিপোর্টার: শনিবার সকাল থেকেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ সাথে বেশ গরম লক্ষ্য করা গেছে। এই অস্বস্তিকর পরিস্থিতিতে স্বস্তির আভাস দিলো আবহাওয়া দপ্তর। জানা গেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সন্ধ্যের পর ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে আজ কালবৈশাখীও হতে পারে। এই ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৮২ শতাংশ থাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস ও কোচবিহারে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস হয়।
আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে, উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত বিহারের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলেই এই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে এই রাজ্য ছাড়াও আগামী কয়েকদিনে অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মনিপুর, ত্রিপুরা ও মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন করে আবার একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড ইত্যাদি রাজ্যগুলিতে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে।