টানা ২ দিন বৃষ্টি, রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা, জানাল হাওয়া অফিস
পশ্চিমী ঝঞ্জার প্রভাবে শীতের মরসুমেই বেশ কয়েকবার বঙ্গে হয়েছে বৃষ্টিপাত। আগামী সপ্তাহ থেকে আবারও এক ঘুর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী সোমবার থেকে হবে বৃষ্টি, চলবে দু’দিন পর্যন্ত।
আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে এবার বঙ্গে শীত প্রবেশ করেছে দেরিতে, এবং বিদায় নিচ্ছেও দেরিতে। পৌষসংক্রান্তিতে হঠাৎই উধাও হয়েছিল ঠান্ডা। আগত বেশ কয়েকটি পশ্চিমী ঝঞ্জার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছিল। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বৃষ্টি হলেও শীতের ফেরার পালা নেই। বাড়বে আস্তে আস্তে দিনের তাপমাত্রা, বিদায় নেবে ঠান্ডা। এদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা গেছে। তবে ঠান্ডার শিরশিরানি আর নেই।
আরও পড়ুন : আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের
তবে উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং সিকিমে হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুরের। তবে উড়িশ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে টানা দুদিন মেঘলা থাকবে আকাশ। আলিপুরের পূর্বাভাস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ কয়েকদিনে আবহাওয়ার তেমন কিছু হেরফের হবে না বঙ্গে। তবে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে শীত ফেরার কোনো সম্ভাবনা নেই, বরং পারদ ক্রমশ চড়বে রাজ্যে।