আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, রাজ্যের এই জেলাগুলিতে তুমুল বৃষ্টি, জানাল হাওয়া অফিস
আবারও এক ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। সোমবার থেকে এই বৃষ্টি বাড়বে। বৃষ্টির প্রভাবে কমবে তাপমাত্রা, যার ফলে পারদ হবে নিম্নমুখী। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
উড়িশ্যা সংলগ্ন উপকূল, বিহার ও ঝাড়খন্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবর্ত ও বিহার ও ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এই দুয়ে মিলে বঙ্গে ঢুকছে আর্দ্র বাতাস। রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় শুরু হয়ে যাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতায় সোমবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন : ঘরে বসে অনলাইনেই মদ কেনার ব্যবস্থা করলো সরকার
বৃষ্টির আগমনের ফলে সোমবার সকালে আংশিক মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ। বেলা বাড়তে থাকলে বৃষ্টির ফলে আবার কমবে তাপমাত্রা। তবে সিকিম সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালাকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সপ্তাহ থেকে বৃষ্টির জেরে আবহাওয়ার বদল হবে। সুতরাং বসন্তের শুরুতেই মিষ্টি পরিবেশের স্বাদ উপভোগ করতে বাধা পাবে দক্ষিণবঙ্গ।