পশ্চিমী ঝঞ্ঝার জেড়ে টানা দু’দিন বৃষ্টি রাজ্যের এই জেলাগুলিতে, জানাল হাওয়া অফিস
ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ রাজ্যজুড়ে। মঙ্গলবার থেকেই মেঘলা হবে আকাশ এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।ফলে বাড়বে তাপমাত্রা।দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসা এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাড়বে তাপমাত্রা।সরস্বতী পুজোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে যথাক্রমে ১৭ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টিও হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের মতে মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এছাড়া বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলা এবং দক্ষিণবঙ্গের কলকাতা দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : শীতের আমেজ কাটিয়ে রাজ্যে আসছে বৃষ্টি, আগামী দু’দিন থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছিলো ১২.৭ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ।