জ্যৈষ্ঠের শুরু থেকেই তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। এই গুমোট গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। তবে এবারে মিলবে স্বস্তি। আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রপাত যুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকেই নামতে পারে বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে মেঘের গর্জন। এই বৃষ্টির পরিমান আরও বাড়তে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বৃষ্টিপাতের পরিমান আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল বিকেলের পর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হয়েছিল। কলকাতার বেশ কিছু রাস্তায় জল ও জমে গিয়েছিল। হাওড়া, হুগলি, নদীয়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনাতে গতকাল বৃষ্টিপাত হয়েছিল।
এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ সকাল থেকে আকাশে রোদের তাপ অন্যান্য দিনের থেকে কম ছিল। কিছু সময় আকাশ মেঘলাও ছিল। তবে আজ বৃষ্টিপাতের সাথে ঝড়ের ও আশঙ্কা করছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বিকেলের পর বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে।