পশ্চিমবঙ্গে আবারো বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং এর উপরের অংশের দিকে তুষারপাতে সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টির মূল কারণ হলো পশ্চিমী ঝঞ্জা এবং তার সঙ্গে পূবালী হাওয়ার একটি সংঘাত। এর জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একেবারে উপরের দিকে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পশ্চিমী ঝঞ্জা উত্তর পশ্চিম ভারতে ঢুকতে শুরু করেছে। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এই অবস্থায় এই দুটি পশ্চিমী ঝঞ্জা যদি একসাথে পূর্বের দিকে সরে আসে তাহলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৈ কমবে না। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বুধবার থেকে পশ্চিমবঙ্গে পূবালী হাওয়ার প্রভাব বৃদ্ধি পাবে। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়া অবস্থান করায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সারা রাজ্যে। কলকাতাসহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ রয়েছে কলকাতায়। আগামী ২৪ ঘন্টায় শীতের আমেজ বজায় থাকছে চলেছে, তবে মঙ্গলবার এরপর আবহাওয়া পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার থেকে পূবালী হাওয়ার দাপট বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। মঙ্গলবার এর পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে কিন্তু বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।
বৃহস্পতিবার কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে শুক্রবার পূর্বদিকের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর অংশ অর্থাৎ দার্জিলিংয়ের ঘুম অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা আছে। সান্দাকফু, ফালুট এবং চটকপুরের মত জায়গাতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং সহ উপরের পাঁচটি জেলা তে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলাতেই প্রায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুধু উত্তরবঙ্গ নয়, সিকিমের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এর সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।