আমফানের রেশ এখনও কাটেনি। এরমধ্যেই ফের রাজ্যে পূর্বাভাস দিলো হাওয়া অফিস। রাজ্যে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী। সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
সপ্তাহের মাঝামাঝি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবারের পর থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার কালবৈশাখী হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই ২৪ পরগণা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭২ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। এদিকে প্রবল দক্ষিণের হাওয়াতে সমুদ্র থেকে জলীয়বাষ্প ঢুকছে। আর এই জলীয় বাষ্প থেকে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এই মেঘ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঝোড়ো হাওয়া ও ঝড় বৃষ্টির জন্য পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।