Today Trending Newsনিউজরাজ্য

সকাল থেকেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন, আগামী ২৪ ঘণ্টার জন্য বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

Advertisement

সরস্বতী পূজার আনন্দ মাটি করতে রাজি জুড়ে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধ ও বৃহস্পতিবার দুদিনই সব জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির কাছাকাছি। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনার দিন সকাল থেকেই আকাশে থাকবে মেঘ।

আইএমডি ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে, দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টি হবে। বাংলাদেশ এবং বাংলাদেশ সংলগ্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে এবং তারপর থেকেই বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং প্রভৃতি পাহাড়ি এলাকায় বৃষ্টি হবে ৩১ তারিখ।

আরও পড়ুন : ‘রাজ্যের জন্য কাজ করতে চাই’ : নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

এবার শীতের আগমন সময় থেকে বহু পরে হলেও শীত বিদায়ও নিতে চাইছে না সহজে। জানুয়ারি মাসের শেষের কয়েকটা দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই মরশুমে শীতের অদ্ভুত আচরণ দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে, আবার রাতের দিকে চলে শৈত্য প্রবাহ। কিছুদিন পরপর শীত এই অবস্থায় থাকলেও বর্তমানে তাপমাত্রা বেড়েছে। তবে শীত বিদায় বেলায় শহরবাসীকে কাঁপুনি দিয়ে যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Back to top button