প্রাক্তন তৃণমূল নেতা এবং বর্তমান বিজেপি নেতা মুকুল রায় যাদবপুর ঘটনাকে কেন্দ্র করে রাজভৱনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে দেখা করতে যান। বেরিয়ে এসে সাংবাদিকদের মুকুল বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর পদত্যাগ করা উচিত। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কে যেভাবে আটক করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তখন তাকে উদ্ধার করতে সেখানে যান একা রাজ্যপাল।
সেখানে তার গাড়িও আটক করে রাখা হয়। তার সাথে না ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, স্থানীয় ডিসি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা না ছিলেন একজন কনস্টেবল। এই ঘটনার তীব্র নিন্দা করছি। এটা দেখেই বজাহা যাচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলার দুরবস্থা।” তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।’