টেক বার্তা

ভারত থেকে কী কী তথ্য সংগ্রহ করেছে চিনের TikTok, জানুন সত্যি ঘটনা

অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪-এর বিশেষ ফিচারে টিকটকের তথ্য চুরির বিষয়টি ধরা পড়েছে।

Advertisement

তথ্য চুরির অভিযোগে টিকটক সহ ৫৯ টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। টিকটকের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য চুরি করার অভিযোগ রয়েছে বহুদিন থেকেই। অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪-এর বিশেষ ফিচারে টিকটকের তথ্য চুরির বিষয়টি ধরা পড়েছে। জানা গেছে, টিকটকের নজরে শুধু ভারতীয়রাই নয়, সারা বিশ্বের আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছে টিকটক।

তবে, তথ্য চুরির অভিযোগ ওঠার পরই নিজেদের জনপ্রিয়তাঅটুট রাখতে মুখ খুলেছে টিকটক কর্তৃপক্ষ। টিকটকের তরফে সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা করে নজরদারি চালানোর বিষয়টি কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে। টিকটক জানিয়েছে, তারা কেবলমাত্র ব্যবহারকারীদের প্রোফাইল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। ব্যবহারকারীরা কী ধরনের ভিডিও দেখতে বা পোস্ট করতে পছন্দ করেন সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। অন্য আর কোন কোন অ্যাপে টিকটকের ভিডিও শেয়ার করছেন ব্যবহারকারীরা, সেই তথ্যও সংগ্রহ করা হয়। টিকটক ব্যবহারকারীদের অনুমতি নিয়েই তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার, গুগলের তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহ করা হয় ব্যবহারকারীর আইপি এড্রেস, ব্রাউজিং হিস্ট্রি ও লোকেশনেরও।

এই সমস্ত তথ্য কেন সংগ্রহ করে টিকটক? সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছে এই চিনা সংস্থা। তারা জানিয়েছে, অ্যাপের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন পরিবর্তনের বিষয়ে ব্যবহারকারীদের জানাতে, ব্যবহারকারীদের নতুন ফলোয়ারের জোগান দেওয়া থেকে, যে কোনও ধরনের সমস্যায় ব্যবহারকারীদের সাহায্য করতে এই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়।

Related Articles

Back to top button