পাকিস্তানকে এক কথায় জঙ্গির আঁতুরঘর বলা যায়। ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কের তিক্ততা দিনের পর দিন গাঢ় হতেই থাকছে। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলে পাকিস্তান মরিয়া হয়ে উঠেছে, এবং প্রতিটি পদক্ষেপে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য দুষ্কৃতীমূলক কাজে লিপ্ত হচ্ছে যা পাকিস্তানের কাছে নতুন নয়।
আগামী ২২ শে সেপ্টেম্বর মার্কিন মুলুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আয়োজন করা হচ্ছে। মার্কিন মুলুকের হাউস্টন শহরে ‘হাউডি মোদী’ জনসভাকে ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে রয়েছে টানটান উত্তেজনা। কিন্তু জানা যায় যে এই জনসভায় অশান্তি পাকানোর চেষ্টা করছে পাকিস্তান।
জনসভায় বিঘ্ন ঘটানোর জন্য বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠনগুলিকে কাজে লাগাচ্ছে পাকিস্তান। নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা যায়, মোদীর জনসভায় বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে এখনও পর্যন্ত আবেদন করেছে তিনটি সংগঠন।