পুজোয় আর মাত্র কয়েকটা দিন। মা দুর্গার বাহন সিংহ, তবে তিনি প্রতি বছর মর্তলোকে আগমনের সময় এবং মর্তলোক থেকে প্রস্থানের সময় অন্য বাহন ব্যবহার করে থাকেন। সেই চারটি বাহন হলো – অশ্ব, গজ , নৌকা এবং পালকি। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গা দেবীর আগমন ও প্রস্থানের বাহন নির্ধারিত করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। যেমন – দেবীর বাহন গজ হলে মর্তলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে, আবার ঘোটক বাহনের ফল ছত্রভঙ্গ, রোগজ্বালা, অরাজকতা।
বাহন দোলার ফল মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ এবং নৌকার ফল শস্য শ্যামলা, আনন্দ, সর্বসুখ কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবন দেখা যায়। তবে আপনি কি জানেন এবছর মা দুর্গার কোন বাহনে আগমন ও প্রত্যাগমন?… পঞ্জিকা মতে এবছর দেবীর আগমন ‘ঘোটক’ এবং ঘোটকেই প্রত্যাগমন। শাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই বছর দেবী দুর্গার বাহন ঘোটক হাওয়ার ফলে পুজোর সময় ও পরে রোগব্যাধির আশঙ্কা আছে।