ক্রিকেটখেলা

দলের তরুন্দের উদ্দেশ্যে এ কী বার্তা দিলেন কোহলি?

Advertisement

২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে চূড়ান্ত ভাবে ব্যর্থতার পর বিসিসিআই ভারতীয় দলকে নতুন ভাবে সাজাতে চাইছে ২০২০ এর টি-২০ বিশ্বকাপের জন্য। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে অনেক নতুন মুখ দেখা দেবে এই বিশ্বকাপে। এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

টি-২০ বিশ্বকাপের জন্য তরুনদের যাচাই করতে চান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দলের মিডিল অর্ডারের জন্য ভালো ব্যাটসম্যানের জন্য কিছু তরুন প্লেয়ার দের খোঁজ করছেন বিরাট। তিনি বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে দল গঠন করা হবে। বিশ্বকাপের আগে ভারতীয় দল মোট ২৫ টি টি-২০ ম্যাচ পাবে।

এই ম্যাচগুলোতে তরুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে নিজেদের প্রমাণ করার জন্য। খুববেশি ৫টি করে ম্যাচ পাবে সবাই। এই সুযোগকে কাজে লাগাতে হবে। যারা সুযোগকে কাজে লাগাতে পারবে তারাই টি-২০ বিশ্বকাপে সুযোগ পাবে।

Related Articles

Back to top button