বেড়েছে লক ডাউনের মেয়াদ। করোনার প্রকোপ যত বাড়ছে ততই উদ্বেগ বাড়ছে সরকারের। তাই গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ মে পর্যন্ত লক ডাউনের ঘোষণা করেন। তবে লক ডাউন চলাকালীন ২০ এপ্রিল-এর পর থেকে কিছু অত্যাবশ্যকীয় জিনিসের উপর ছাড় দিল কেন্দ্র।
নতুন এই নির্দেশিকায় অনেকগুলি বিষয়ে সবুজ সংকেত মিলেছে কেন্দ্রের তরফ থেকে, সেগুলি হল-
*সমস্ত ই-কমার্স কোম্পানিগুলির ডেলিভারিতে ছাড় মিলবে। যেমন ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপডিলের মতো অনলাইন কোম্পানিগুলি ৫০ শতাংশ কর্মী নিয়োগের মাধ্যমে ডেলিভারি করতে পারবে।
*গ্রামীন অর্থনীতিকে ধরে রাখতে গ্রামের বিভিন্ন শিল্পকর্ম যেমন রাস্তা নির্মাণ, সেচ প্রকল্প, খাদ্য প্রক্রিয়ার শিল্পের উপর ছার দেওয়া হয়েছে।
*সমস্ত স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক ক্ষেত্রের কাজে ছাড় দেওয়া হয়েছে।
*অত্যাবশ্যকীয় পণ্য এবং অন্যান্য সমস্ত পণ্য পরিবহনেও ছাড় মিলেছে।
*অত্যাবশ্যকীয় পণ্য ও আইটি হার্ডওয়ার উৎপাদনের প্যাকেজিং-য়ের কাজে ছাড় দেওয়া হয়েছে।
*মাইক্রো ফিন্যান্স ও নন ফিন্যান্স কর্পোরেশনগুলি জরুরি পরিষেবার জন্য তালিকাভুক্ত হয়েছে।
*আদিবাসীদের চাষের কাজে বাঁধা দেওয়া যাবে না।
*গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহের কাজ সচল থাকবে।
*কৃষিজাত পণ্যের মধ্যে সার উৎপাদন, কৃষিজাত পণ্য আহরণ, কীটনাশক এবং বীজ, মাছ চাষ ও পশুপালনে, পোল্ট্রি ও চা, কফি ও রাবারের কাজে মিলেছে ছাড়।