নিউজরাজ্য

নির্বাচনের আগে কোন পথে এগোবে বাম কংগ্রেস জোট, স্থির করল অধীর সূর্যরা

Advertisement

বাংলা বিধানসভা নির্বাচনে নিজেদের আধিপত্য বিস্তার করতে সব রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার করতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে বহু প্রত্যাশিত বাম ও কংগ্রেস জোট তৈরি করেছে। ২০২১ এর ভোটযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাম কংগ্রেস জোট। এখন বাম কংগ্রেস জোটের মূল দীক্ষা হল, “আগে আন্দোলন, পরে আসন”। তারা এবারের ভোটে আগের বছরের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না। আসনের কথা তারা পরে ভাববে, আগে তারা আন্দোলনের উপর মনোনিবেশ করবে।

অধীর চৌধুরী, আব্দুল মান্নান থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুর মত রাজনৈতিক ব্যক্তিত্বরা একসাথে মিলে আগামী বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি করে নিয়েছে। গত মঙ্গলবারই বৈঠক করেছে বাম কংগ্রেস জুটি। সেই বৈঠকেই তারা স্থির করেছে যে আসনের সমঝোতা পরে হবে। তার আগে বাম-কংগ্রেস আন্দোলনে তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে।

বাম কংগ্রেসের যৌথ নেতৃত্ব জানিয়েছে তাদের লড়াই একাধারে যেমন তৃণমূলের বিরুদ্ধে আবার একই সাথে বিজেপির বিরুদ্ধে। বাংলা থেকে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে চায়। এছাড়াও তারা কোনভাবেই বিজেপিকে বাংলার শাসনভার দিতে চায় না। রাজ্যে নতুন সরকার গড়ার লক্ষ্যে তারা তাদের জোট নিয়ে নামবে।

এর আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট করেছিল। কিন্তু জোটের আদতে কোন লাভ হয়নি। তাই এবার জোটের ভোট কৌশলে কিছু রদবদল করা হয়েছে। আগে জোটের খবর নিচুতলার নেতৃত্বদের কাছে পৌঁছায়নি। তাই তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারিনি। কিন্তু এবারে এরকম কোন ভুল হবে না। গতবছর বাম কংগ্রেস জোট ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেনি। কিন্তু তারা এবার ২৬ নভেম্বরের দেশজুড়ে শ্রমিক ও কৃষক সংগঠনের ধর্মঘটের মাধ্যমে তাদের নির্বাচনী প্রস্তুতির আন্দোলনের সূচনা করবে।

Related Articles

Back to top button