নিউজপলিটিক্সরাজ্য

বাংলা সফরে এসে অমিত শাহ মধ্যাহ্নভোজন সারবেন কৃষক বাড়িতে, কি আছে তার মেনুতে

Advertisement

বঙ্গ রাজনীতিতে আজকে চর্চার বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। অমিত শাহ দেড় মাস আগেও ২ দিনের জন্য বাংলা সফরে এসেছিলেন। আগেরবার বাংলা সফরে এসে তিনি বাঁকুড়ার এক আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজন করেছিলেন। এবারেও তার ব্যাতিক্রম নেই। আজ অর্থাৎ ১৯ ডিসেম্বর অমিত শাহ পূর্ব মেদিনীপুরে এক কৃষক পরিবারে এবং আগামীকাল ২০ ডিসেম্বর বাউল পরিবারের দুপুরের খাবার খাবেন। বরাবরই বাংলা সফরে এসে সাধারণ মানুষের বাড়িতে মধ্যাহ্নভোজন করতে পছন্দ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ অর্থাৎ শনিবার অমিত শাহ পশ্চিম মেদিনীপুরের কর্নগর গ্রাম পঞ্চায়েতের বালিজুরি গ্রামের এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন করবেন। কৃষকের নাম সনাতন সিং। ইতিমধ্যেই তার বাড়িতে সাজ সাজ রব। স্বরাষ্ট্রমন্ত্রী আসার আয়োজনে মাটির বাড়িতে নতুন করে পড়েছে রঙের প্রলেপ। তাতে আঁকা হয়েছে আলপনা। স্থানীয় বিজেপি কর্মীদের আনাগোনা বেড়ে গেছে তার বাড়িতে। কার বাড়িতে দেশের এত বড় মাপের নেতা আসবে তা যেন বিশ্বাসই করতে পারছেন না সনাতন। তবে দারিদ্রতা সত্ত্বেও সনাতন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বেশ ভালই মধ্যাহ্নভোজনের আয়োজন করেছে।

কি আছে আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজনের মেনুতে? মেনু সম্বন্ধে সনাতনবাবু জানিয়েছেন, “গরিবের বাড়িতে শাক, ডাল, ভাত যা জোটে তাই খাওয়ানো হবে অমিত শাহকে।” সূত্র মারফত জানা গিয়েছে আজকের মেনুতে আছে, “ভাত, রুটি, স্যালাড, টক দই, লাউ দিয়ে মুগের ডাল, শুক্তো, খাজলা শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, চাটনি, পাপড়, মিষ্টি ইত্যাদি।” অমিত শাহ বরাবর বাংলা সফরে এসে সাধারণ মানুষের বাড়িতে আহার করতে পছন্দ করেন। এর আগেও বাংলা সফরে এসে তিনি মতুয়াদের বাড়িতে অত্যন্ত সাধারণ মানের খাবার দিয়ে মধ্যাহ্নভোজন করেছিলেন।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে এলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি চাইবেন জানতে চাওয়া হলে সনাতনবাবু উত্তর দিয়েছেন, আমি নিজের জন্য কিছু চাইবো না। গোটা দেশে যাতে শান্তি বজায় থাকে তার কামনা করব আমি। অবশ্য গ্রামবাসীরা গ্রামের উন্নয়নের জন্য অমিত শাহের কাছে আবেদন করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সনাতনবাবুর বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। চারপাশে নিরাপত্তা একেবারে আটোসাটো। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ কর্তারা বাড়ি পরিদর্শন করে গিয়েছেন। এছাড়াও বিজেপি নেতা কর্মীরা বারংবার সনাতনবাবুর বাড়িতে গিয়ে ব্যবস্থা সব ঠিক আছে নাকি খতিয়ে দেখে নিচ্ছে।

Related Articles

Back to top button