নিউজরাজ্য

আগামী ২৪ ঘন্টা কেমন থাকবে আকাশ, জানাল আবহাওয়া দফতর

Advertisement

কলকাতায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনায় সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়াও সমগ্র দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ প্রবিধি জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকবে কুয়াশাও। উত্তরবঙ্গের চার জেলা ও দক্ষিণবঙ্গের ছয় জেলাতেও থাকবে কুয়াশা।

আরও পড়ুন : পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার সর্বোচ্চ মাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল১৩.৬ ডিগ্রি সেলসিয়াস যা কয়েকদিনের মধ্যে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শীত কমতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা। বুধবার বিভিন্ন প্রান্তে শীত ভালোই ছিল। নদীয়া জেলায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি, ব্যারাকপুরে সর্বনিম্ন ১১.৩ ডিগ্রি এবং দার্জিলিং এর তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Back to top button