দেবীপক্ষের শুরুতে বৃষ্টি, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? কি জানালো হাওয়া অফিস

Advertisement

Advertisement

আগামীকাল শনিবার মহালয়া, দেবীপক্ষের শুরু।আর মাত্র একদিন এর অপেক্ষা তারপর আসছেন মা। অথচ শরতের আকাশে এখনও রয়েছে কালো মেঘের অবাধ বিচরণ। ইতিমধ্যেই টানা তিন দিন ধরে বৃষ্টি চলেছে গোটা রাজ্য জুড়ে।এই বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে গোটা রাজ্যবাসীর।

Advertisement

তবে আজ, শুক্রবার আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয় যে আগামী তিনদিন ধরে বৃষ্টি চলবে। দেবীপক্ষের শুরুর কয়েকটা দিন বৃষ্টি ভোগাবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ৩-৪ দিনের মধ্যে দেশের পূর্ব-পশ্চিমে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে পুজোর চারদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এই খবরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে পশ্চিমবঙ্গবাসী।

Advertisement

Recent Posts