মঙ্গলবার ঠান্ডার আমেজ বজায় থাকলেও এই শীত খুব বেশিদিন থাকবে না, বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার রাত থেকে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন পশ্চিমী ঝঞ্ঝার কাশ্মীরের ঢোকার ফলে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা থাকবে।
মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবার সাথে সাথেই পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। তবে তা বিক্ষিপ্তভাবে হবে মুষলধারে হবেনা। শীত আবার ফিরবে পশ্চিমী ঝঞ্ঝার সরে গেলে।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবেদন সুপ্রিমকোর্টে
দার্জিলিং সিকিম এ কনকনে ঠান্ডায় জমির শীত উপভোগ করছে সেখানকার মানুষ। বুধবার দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি হয়, শিলা বৃষ্টি দেখা যায় গ্যাংটকে। পাহাড়ি এলাকায় এবং দক্ষিণ সিকিমের রাবাংলার চারিদিক প্রবল তুষারপাতে ঢেকে যায়।