Today Trending Newsদেশনিউজ

১৭ তারিখের পর কি হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এল ৫ টি পয়েন্ট

Advertisement

গতকাল জাতির উদ্যেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দেশের বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। তৃতীয় দফার পর দেশে লকডাউন আর বাড়ানো হবে কিনা সেবিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও কিছু হিন্টস তিনি দিয়েছেন যেখান থেকে মনে করা হচ্ছে ১৭ই মে এর পর লকডাউন আরও বাড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন, চতুর্থ দফার লকডাউন ১৮ই মে এর আগেই ঘোষিত হবে, তবে এবার তা সম্পূর্ণ নতুন ভাবে ঘোষিত হবে।

প্রধানমন্ত্রীর ভাষণের পাঁচটি পয়েন্ট দেখে নিন:

১. করোনাকে আমাদের সঙ্গে নিয়ে এখনো অনেকদিন চলতে হবে, গতকাল তার ভাষণে এটি পরিষ্কার করে দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মহলের মতে, প্রধানমন্ত্রীর এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে চতুর্থ দফায় লকডাউন আরও বাড়তে চলেছে, তবে এবার তা অনেক ছাড়ের সাথে। গ্রিন এবং অরেঞ্জ জোনগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই ছাড় দেওয়া হতে পারে চতুর্থ দফার লকডাউনে।

২. তার ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন যে, লকডাউন ৪ নতুন ভাবে, নতুন নিয়মের সাথে আসবে। কিন্তু তিনি বলেননি কি হবে চতুর্থ দফার লকডাউনে। ১৮ই মে এর আগে সব জানিয়ে দেওয়া হবে বলে তার ভাষণে জানিয়েছেন তিনি।

৩. প্রধানমন্ত্রীর ভাষণে ‘স্থানীয়’ কথাটি বারবার উঠে এসেছে। স্থানীয় উৎপাদন, স্থানীয় বাজার, স্থানীয় সরবরাহের চেইন। চতুর্থ দফার লকডাউনে স্থানীয় জিনিসের উপর যে বেশি করে নজর দেওয়া হবে সেকথা পরিষ্কার তার এই বক্তব্যে।

৪. প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেছেন অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি-চালিত সিস্টেম, প্রাণবন্ত জনসংখ্যা ও চাহিদা এই পাঁচটি বিষয়ের উপর দাঁড়িয়ে আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে।

৫. প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে বলেছেন যে, করোনা পরবর্তী যুগটি বেশ কয়েকটি সুযোগ নিয়ে আসবে এবং ভারত এই উপলক্ষে উঠে আসবে এবং সুযোগগুলি গ্রহণ করবে। লকডাউনের চলমান পর্যায়ে যেখানে করোনা সংক্রমণ না ছড়ানো প্রাথমিক লক্ষ্য ছিল, লকডাউনের পরবর্তী পর্যায়ে এর অন্যতম মূল উপাদান হিসাবে অর্থনৈতিক পুনর্জাগরণ লক্ষ্য হবে।

Related Articles

Back to top button