রাজীব কুমার CBI এর কাছে ধরা পড়লে মমতা ও ভাইপোর কী হাল হবে? জানালেন সিপিএম নেতা!

রাজীব কুমারকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। সারদা প্রসঙ্গ নিয়ে বরাবরই অস্বস্তিতে পড়তে হয়েছে মমতা সরকারকে। সম্প্রতি কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার আইপিএস রাজীব কুমার ফেরার…

Avatar

রাজীব কুমারকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। সারদা প্রসঙ্গ নিয়ে বরাবরই অস্বস্তিতে পড়তে হয়েছে মমতা সরকারকে। সম্প্রতি কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার আইপিএস রাজীব কুমার ফেরার হয়ে সারদা চিটফান্ড প্রসঙ্গে তৃণমূলের অস্বস্তি চরম পর্যায় পৌঁছে দেয়। আদালত তরফ থেকে আইনি রক্ষাকবচ প্রত্যাহার করার পর সিবিআই-এর গ্রেফতারি থেকে বাঁচার জন্য প্রায় বেপাত্তা শাসক ঘনিষ্ঠ আইপিএস অফিসার রাজীব কুমার।

এই অবসরে সরাসরি নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ সঙ্গে রাজীব কুমারকে ‘হরিদাস পাল’ বলেও কটাক্ষ করেন এই সিপিএম নেতা। তিনি বলেন, “ কে ওই হরিদাস পাল? রাজীব কুমারের কাছে কিছু কাগজপত্র আছে, যেটা ধরা পড়লে উনি (দিদি) এবং ওনার ভাইপো বিপদে পড়বেন। তাই তো রাজীব কুমার এত ছোটাছুটি করছেন ৷ সেটা বোঝা যাচ্ছে না?  এটা বোকা ছাড়া আর সবাই বুঝতে পারছে। “