বর্তমান প্রজন্ম হোয়াটস্ অ্যাপ ছাড়া অচল। এই অ্যাপটির ব্যবহার বর্তমান প্রজন্মে এতই দরকারি যে এটি হয়ে উঠেছে সর্বাধিক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ। হোয়াটস্ অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য এই সংস্থা নিয়ে আসছে নিত্য নতুন ফিচার। যার সাহায্যে আরও সহজলভ্য হবে এটির ব্যবহার।
আগের মতো এবার থেকে আর কোনো ব্যক্তিগত চ্যাট ডিলিট করতে হবে না। চ্যাট ডিলিট না করে নিমেষের মধ্যে সরিয়ে ফেলতে পারা যাবে ম্যাসেজ। এই নতুন ফিচারটির নাম ‘Archive’। যার সাহায্যে ব্যবহারকারী তার চ্যাটটি লুকিয়ে ফেলতে পারবে অথবা ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সূর্যের ছবি তোলার জন্যে ‘সোলার অরবিটার’ নামে মহাকাশযান পাঠাচ্ছে নাসা
অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে চ্যাট Archive করবার পদ্ধতি হল
প্রথমে হোয়াটস অ্যাপে প্রবেশ করে, যে চ্যাট Archive করতে চান সেটি সিলেক্ট করে হোল্ড করুন, এরপর উপরে সবুজ রঙের Archive Icon দেখতে পাওয়া যাবে। চ্যাটটি এরপর লুকিয়ে ফেলুন।
চ্যাটটি অ্যাক্সেস করতে, চ্যাটের তালিকা স্ক্রল করে সবার নিচে Archive চ্যাটের উপর ট্যাপ করুন। যে চ্যাটিকে ফিরিয়ে আনতে চান সেই চ্যাট এর ওপর ট্যাপ করে হোল্ড করুন, উপরে Unarchive অপশান সিলেক্ট করে।
আইফোনে চ্যাট Archive করবার পদ্ধতি
প্রথমে হোয়াটস অ্যাপে প্রবেশ করে, যে চ্যাট Archive করতে চান সেই চ্যাট ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করতে হবে। Archive অপশনে ট্যাপ করে Unarchive করার জন্য চ্যাট ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করে Unarchive সিলেক্ট করতে হবে।