কয়েকদিন আগে দু-তিন দিনের জন্যও পারদ কিছুটা নামলেও ফের গরম পড়েছে। তবে বুধবার আবারো পারদ নামতে পারে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। ভোরবেলা বা মাঝরাতে ঠান্ডা লাগলো সারাদিন কিন্তু বেশ গরম অনুভব করছেন সাধারণ মানুষ।
আবহাওয়ার এই খামখেয়ালীপনায় উপদ্রব বেড়েছে সর্দি-কাশির কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর, তাই খানিকটা আশার মুখ দেখছে পশ্চিমবঙ্গবাসী।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরব সাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে আর তার জন্যই উত্তর পশ্চিম বায়ু ঢুকতে পারছে না। পশ্চিমা বায়ু ঠান্ডা কিন্তু পশ্চিমা বায়ুর বদলে পূর্ব দিক থেকে গরম বায়ু ঢুকার ফলে রাজ্যে তাপমাত্রা বেড়েছে।
ভোরের বেলা কুয়াশা এবং সারা দিন মেঘলা আকাশ থাকবে এই কদিন তবে বুধবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস ছিল সঙ্গে থাকবে আপেক্ষিক আদ্রতা এবং যার পরিমাণ সর্বোচ্চ ৯৭ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। তাই সকাল বেলা শীতের উত্তুরে হাওয়ার আমেজ পেতে আপনাকে আরো কটা দিন অপেক্ষা করতে হতে পারে।