Weather Update: রেমাল যেতেই ভ্যাপসা গরম, আরো বাড়বে তাপমাত্রা! কবে থেকে ফের বৃষ্টি জানালো হাওয়া অফিস

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন টানা ঝড়বৃষ্টি (Weather Update) হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সোমবার সারা দিন দফায় দফায় বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। ফলত তাপমাত্রা কমে…

Avatar

By

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন টানা ঝড়বৃষ্টি (Weather Update) হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সোমবার সারা দিন দফায় দফায় বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। ফলত তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই। কিন্তু রিমাল সরতেই আবারও ফিরেছে গরম। মঙ্গলবার থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি বেড়েছে আরও। এমতাবস্থায় ফের বৃষ্টির আশায় দিন গুনছে সকলে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকেই রিমাল পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা গিয়েছে অধিকাংশ জেলায়। সেই সঙ্গে গরমও অনুভূত হতে শুরু করেছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে।

জুনের প্রথম সপ্তাহ থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। মে মাসের শেষ দিনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবারও কোথাও কোথাও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন সকাল থেকে কলকাতার আকাশ থাকবে মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রির আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি। মঙ্গলবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম।

উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রিমালের টানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা এগিয়ে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশে পৌঁছাবে মৌসুমী বায়ু। আর চার পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারত এবং কেরলে।