Monsoon Update: রিমালের প্রভাবে প্যাচপ্যাচে গরম, বঙ্গে কবে ঢুকবে বর্ষা? এলো বড় আপডেট
রবি এবং সোমবার ধরে দাপট দেখিয়ে সরেছে ঘূর্ণিঝড় রিমাল (Weather Update)। ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হওয়ার পর সোমবার সারা দিন দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট ছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে এখন ঘূর্ণিঝড়ের প্রভাব কমলেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে এসেছে অনেকটাই। দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বাড়লেও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ দিনের মধ্যেই ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রিমাল ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে রিমাল। সমুদ্র উপকূলে দমকা ঝোড়ো বাতাসের গতি কমবে ধীরে ধীরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রিমালের টানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা এগিয়ে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশে পৌঁছাবে মৌসুমী বায়ু। আর চার পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারত এবং কেরলে।
বর্তমানে রাজস্থান এবং উত্তরপ্রদেশে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। ৩০ মে উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার সকাল থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী দু তিন দিনে দক্ষিণের প্রায় সব জেলাতেই তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে। সেই সঙ্গে রিমালের প্রভাবে হাওয়ায় জলীয় বাষ্প থাকার কারণে বাড়তে পারে অস্বস্তিও। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এবং অস্বস্তি দুটোই বাড়বে। তবে বিকেল বা সন্ধ্যের দিকে পশ্চিমের জেলাগুলিতে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় তাপমাত্রা পারদ ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রির মধ্যে।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।