নিম্নচাপের জেরে বাংলায় ঢুকছে বর্ষা, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস
হাওয়া অফিস জানিয়েছে আগামী ১১ জুন পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু
কিছুদিন আগে থেকেই বাংলায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, তবে সেটা কোনভাবেই মৌসুমী বায়ুর বৃষ্টি নয়, বরং যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে সেই বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে যশ চলে যাওয়ার পরেই বাংলায় আবারো শুরু হয়েছে হাঁসফাঁস গরমের পরিস্থিতি। তাই এই গরম থেকে বাংলার প্রত্যেক মানুষকে রক্ষা করতে বাংলায় হাজির হচ্ছে বর্ষা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ১১ জুন বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা। বাংলার বৃষ্টিপ্রেমী বাঙালিদের কাছে এই সময়টা হতে চলেছে একেবারে আদর্শ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি মাসের ১১ তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপের উপর ভর করে পশ্চিমবঙ্গের আসতে চলেছে বর্ষা।
১১ জুন আসার পর মোটামুটি তারপর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে পুরো পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিস্থিতি। সেই সময় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানা যাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। তবে এইবার কিন্তু আগের বারের থেকে বৃষ্টি কম হবে বলেই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।
আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, এবারে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। ৮ জুনের মধ্যে বাংলায় বর্ষা প্রবেশ করার কথা কিন্তু, কেরালাতে এবছর বর্ষা ঢুকেছে একটু দেরি করে। পশ্চিমবঙ্গেও সেরকম ভাবেই বর্ষা ঢুকতে একটু সময় নিচ্ছে। তবে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি বিহার, ঝারখন্ড, উড়িষ্যা, সিকিম ও ছত্রিশগড়ে বেশ ভালো পরিমান বৃষ্টি হতে চলেছে।