ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : চিকিৎসকরা বলেন যে হাসলে হার্ট ভালো থাকে। তাই সব সময় হাসিখুশি থাকা উচিত। তবে সেই হাসি যদি বিপদের কারণ হয়ে ওঠে???
এরকমই এক ঘটনা ঘটেছে চিনের এক মহিলার সাথে। গুয়ানঝাউ সাউথ নামে এক উচ্চগতিসম্পন্ন ট্রেনে তিনি চেপেছিলেন। ট্রেনে বেশ আনন্দের সাথেই তিনি সফর করছিলেন। কোনো কারণে তিনি প্রাণখুলে হাসছিলেন। কিন্তু তখনই ঘটে যায় বিপদ! তিনি তার হাসি তো বন্ধ করে দিলেন কিন্তু নিজের মুখ আর বন্ধ করতে পারলেন না। হা করেই বসে থাকতে হল ট্রেনে।
সৌভাগ্যবশত ওই ট্রেনে ছিলেন লুয়ো য়েনসেঙ নামের একজন ডাক্তার। যখন ট্রেনে চিকিৎসক লাগবে এই কথাটির ঘোষণা করা হচ্ছিল তখন তিনি এই কথাটি শোনেন এবং দেরি না করে তিনি মহিলাটিকে দেখতে যান। তিনি মহিলাটিকে দেখে তার কি হয়েছে সেটি জানবার চেষ্টা করেন।
ডাক্তারের সাথে কথা বলে জানা গিয়েছে মহিলাটি হা মুখ করে ছিলেন এবং তিনি কোনো কথা বলতে পারছিলেন না। প্রথমে তিনি ভাবেন মহিলাটি হয়তো স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তারপর মহিলাটির রক্তচাপ মেপে দেখা হয়। কিন্তু তারা কিছু বুঝতে পারেনি। অবশেষে তিনি বুঝতে পারেন যে মহিলাটির চোয়াল সরে গেছে। তারপর তিনি মহিলাটির চোয়াল ঠিক করে দেন। আরও জানা গিয়েছে যে মহিলাটির চোয়াল নাকি এর আগেও এরকম ভাবে আটকে গিয়েছিল।